কাস্টিং কাউচের শিকার হানসিকা! ভাইরাল খবরে মুখ খুললেন অভিনেত্রী!


তামিল ইন্ডাস্ট্রির এক তরুণ অভিনেতার কাছে ক্যারিয়ারের শুরুতে হয়রানি ও অসংযত ব্যবহারের মুখে পড়তে হয়েছিল দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানিকে। সম্প্রতি বেশকিছু গণমাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে।

আর এসব প্রতিবেদন দ্রুতই ভাইরাল হয়ে যায়। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী নিজেই। দিয়েছেন এসবের যোগ্য জবাবও।

বেশিরভাগ প্রতিবেদনে বলা হয়েছে, বাইরে ডেটে যাওয়ার জন্য সেই সময় ঐ অভিনেতা বারবার হানসিকাকে জোর করেছেন। আর এ প্রস্তাব স্পষ্টতই অস্বস্তিতে ফেলে দিয়েছিল অভিনেত্রীকে।

এবার হানসিকা জানালেন, এমন কোনো সাক্ষাৎকার দেননি তিনি। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এমন একটি প্রতিবেদনের স্ক্রিনশর্ট টুইটারে শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘এই উদ্ধৃতি কখনও দেয়নি! আবর্জনা ছাপানো বন্ধ করুন।’

এ মাসের শুরুতে চেন্নাইতে পরিচালক ইগোরের তামিল সিনেমা ‘ম্যান’ এর শেষ শিডিউলের শুটিং শেষ করেছেন হানসিকা। থ্রিলার ঘরানার এই সিনেমাটিতে একজন ফ্যাশন ডিজাইনারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এদিকে বেশ কিছুদিন আগে হানসিকার নামে আরো একটি খবর রটে যে, হরমোনাল ইঞ্জেকশন নিয়ে দ্রুত বড় হয়েছেন তিনি। হৃতিকের ‘কোই মিল গ্যায়া’-তে শিশুশিল্পী হিসেবে কাজ করা হানসিকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জলদি ফিরে আসতে হরমোনাল ইঞ্জেকশন নেন।