১৫ হাজার ভোটে এগিয়ে টেবিলঘড়ি!


শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। বৃহস্পতিবার (২৫ মে) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল চারটায়। এখন চলছে ভোট গণনা।

৪৮০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৫ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। ১০৫ কেন্দ্রে জায়েদা খাতুন টেবিলঘড়ি প্রতীকে ৬১,২১১ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান ৪৬,১৭৮ ভোট পেয়েছেন। ফলে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৫ হাজার ভোটে পিছিয়ে গেছেন নৌকা প্রতীকের আজমত উল্লা খান।

এরআগে, সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও ছিল বেশ। প্রার্থীরাও কেউ ভোট গ্রহণের অনিয়ম নিয়ে কোনো প্রশ্ন তোলেননি।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।