পুলিশ মেসে তরুণীকে ধ;র্ষণ, কনস্টেবলসহ গ্রেপ্তার ৪!


নোয়াখালীতে এক ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে পুলিশের মেসে এক তরুণীকে (২৩) ধ;র্ষণের অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় জেলা ট্রাফিক পুলিশের এক কনস্টেবলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হচ্ছেন, নোয়াখালী জেলার সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল মকবুল হোসেন, সিএনজি চালক মো. কামরুল, আবদুল মান্নান, নুর হোসেন কালু।

শুক্রবার দুপুরে অভিযুক্ত চারজনকে আসামি করে সুধারাম মডেল থানায় ধ;র্ষণের অভিযোগে ভুক্তভোগীর মা হাজেরা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে মাইজদীতে নোয়াখালী ট্রাফিক পুলিশের মেসে বাবুর্চি আবুল কালামের রুমে এই ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান পাঠান চ্যানেল আই অনলাইনকে বলেন, বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ঢাকা থেকে ব্যক্তিগত কাজে নোয়াখালী জেলা শহর মাইজদীতে আসেন। জেলা শহরে অবস্থানকালে তার টাকা পয়সার সংকট দেখা দিলে ভুক্তভোগী তার পূর্ব পরিচিত সিএনজি চালক মো. কামরুলের সাথে দেখা করে। একপর্যায়ে কামরুল ও তার দুই সহযোগী আবদুল মান্নান ও নুর হোসেন কালু ভিকটিমকে সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল মকবুল হোসেনের কাছে নিয়ে যায়।

এসময় তাদের সহযোগিতায় মুন্সি মকবুল হোসেন ভুক্তভোগীকে ট্রাফিক পুলিশের বাবুর্চি আবুল কালামের রুমে নিয়ে জোরপূর্বক ধ;র্ষণ করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর নোয়াখালী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মকবুল হোসেন ধ;র্ষণের ঘটনা স্বীকার করেছেন। মামলার চার আসামিকেই গ্রেপ্তার করে আদালতের মাধ্য কারাগারে পাঠানো হয়েছে। –সূত্র: চ্যানেলআই অনলাইন