জায়েদা খাতুন জিতেছেন, দাবি জাহাঙ্গীরের!


গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের নির্বাচন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন জয়লাভ করেছেন।

এ সময় তিনি আরও বলেন, ‘আমরা ওয়ার্ডভিত্তিক যে রেজাল্ট পেয়েছি, তাতে আমার মা জায়েদা খাতুন হাজার হাজার ভোটে জয়লাভ করেছেন। আমি রিটার্নিং কর্মকর্তার কাছে যাচ্ছি, কেন আমাদের প্রিন্টসহ ফলাফল দিচ্ছে না।’

সাবেক এই মেয়র অভিযোগ করে করেন, ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। সেই হিসেবে সন্ধ্যায় ফলাফল দেওয়ার কথা। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও এখনো কেন ফলাফল দেওয়া হচ্ছে না?

শেষ খবর পাওয়া প্রর্যন্ত, গাজীপুর সিটি কর্পোরেশন ভোটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। নির্বাচনী কেন্দ্র থেকে আসা ফলাফলে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী- ৪৮০ কেন্দ্রের মধ্যে ৫৫টির ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) ২৩ হাজার ২৬ আর জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ২৪ হাজার ৩৫১ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।