করোনা মহামারি থেকে পৃথিবী সেরে উঠতে না উঠতেই নতুন আতঙ্কের জানান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে এবার আর মহামারি নয়, নতুন এই রোগটি অতিমারি হিসেবে বিস্তার লাভ করবে বলে আশঙ্কা করছে বিজ্ঞানীরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা আগামী দিনের অতিমারি হতে পারে এমন কিছু রোগের তালিকা তৈরি করেছে। যার মধ্যে আছে- ইবোলা, জিকা, সারসের মতো রোগের নাম, যেগুলো আমাদের কাছে এখনও খুব একটা পরিচিত না।
করোনাভাইরাস হওয়ার আগে এই রোগ সম্পর্কে বিজ্ঞানীদের কোনো ধারণা ছিল না, যে জন্য করোনা থেকে পরিত্রাণ পেতে দীর্ঘ সময় লেগেছে। ভবিষ্যতে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে, এমন অজানা রোগকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা ‘ডিজিজ এক্স’-এর আখ্যা দিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, এই রোগের প্রকৃতিও জুনোটিক হবে। অর্থাৎ বন্যপ্রাণীর দেহে এর অস্তিত্ব প্রথম টের পাওয়া যাবে এবং তা ছড়িয়ে পড়বে মানুষের শরীরে।
২০১৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৯ রকম ভাইরাস জনিত রোগের মধ্যে এই ডিজিজ এক্সের কথা উল্লেখ করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিত করা সংক্রামক রোগের তালিকায় বিশেষভাবে ডিজিজ-এক্সের কথা বলা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, পশুদের থেকে যেসব ভাইরাস জনিত রোগের সংক্রমণ হয়েছে, যেমন ইনফ্লুয়েঞ্জা, রেবিস, ব্রুসেলোসিস, লাইম ডিজিজ ইত্যাদি, ডিজিজ-এক্সও তেমনই হতে পারে।
২০১৮ সাল থেকে এখনও পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্লু-প্রিন্টে ৯ রকম সংক্রামক রোগের তালিকা আছে। তাতে রয়েছে কোভিড-১৯, কঙ্গো হেমোরজিক ফিভার, ইবোলা ভাইরাস, মারবার্গ ভাইরাস, লাসা জ্বর, মিডল-ইস্ট রেসপিরেটারি সিন্ড্রোম তথা মার্স, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম তথা সার্স, নিপা ও হেনিপাভাইরাল ডিজিজ, রিফ্ট ভ্যালি ডিজিজ, জিকা ভাইরাস। এই ভাইরাসজনিত রোগগুলোর সাথে ডিজিজ এক্সের সম্ভাবনার কথাও বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।