মাহমুদউল্লাহর অভিজ্ঞতা বিশ্বকাপ দলকে সমৃদ্ধ করবে: মিরাজ!


বাংলাদেশ জাতীয় দলের অন্যতম অলরাউন্দার মেহেদী হাসান মিরাজ বলেছেন, মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতা বিশ্বকাপ দলকে আরও সমৃদ্ধ করবে। তার মতে, আফিফ হোসেন, হাসান মাহমুদ ও তাওহিদ হৃদয়ের মতো তরুণ ক্রিকেটাররা পারফর্ম করায় আত্মবিশ্বাস বেড়েছে দলের।

এ সময় নাজমুল হোসেন শান্ত’র উদাহরণ টেনে মিরাজ বলেন, বাজে সময়ে সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের সমর্থন পেয়েছেন বলেই ফর্মে ফিরতে পেরেছেন শান্ত।

এই ক্রিকেটার সংবাদমাধ্যমকে বলেন, ‘যেহেতু বিশ্বকাপের জন্য সামনে সেভাবে আর সময় নেই, সেহেতু প্রস্তুতি নিচ্ছি।’ মাহমুদউল্লাহর বিষয়ে মিরাজ বললেন, ‘তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। দলের প্রয়োজনের মুহূর্তে এমন অভিজ্ঞতা কাজে লাগে। ফলে তিনি দলে থাকলে দল সমৃদ্ধ হবে।’

গুঞ্জন রয়েছে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন একাধিক সিনিয়র ক্রিকেটার। তাদের বিদায়ের মঞ্চটি স্মরণীয় করতে প্রস্তুত রয়েছেন সংশ্লিষ্ট সবাই। হতে পারে সেটি ভারতের বিশ্বকাপ আসরেই। এ বছর স্বস্তি রয়েছে টাইগার শিবিরে। সাকিব-মুশফিকদের ওপর অতি নির্ভরতা কমেছে। সাম্প্রতিক সিরিজগুলোতে পারফর্ম করেছেন শান্ত-হাসানের মতো ইয়াংরাও। তাই বেড়েছে দলের আত্মবিশ্বাস।