ফের শাকিবের গোপন তথ্য ফাঁ’স করলেন অপু!

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের সম্পর্ক এখন যোজন যোজন বহুদূর। বিচ্ছেদের পর আলাদা ছাদের নিচে বসবাস করছেন তারা। এক সময়ের সফল এই তারকা দম্পতির একমাত্র ছেলে আব্রাম খান তার মা অপু বিশ্বাসের কাছে বড় হচ্ছেন।

ব্যস্ততার বেড়াজাল পেরিয়ে শাকিব নিজেও চেষ্টা করেন সন্তানকে সময় দিতে। সন্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকলেও শাকিব-অপুকে মুখোমুখি হতে দেখা যায় না কোথাও। বিবাহবিচ্ছেদ ঘটলেও সন্তান আব্রাহাম খান জয়ের সুবাদে এখনও যোগাযোগ হয় এই দুই প্রাক্তনের। কিছু দিন আগে নায়কের জন্মদিনে নাকি রান্না করে পাঠিয়েছিলেন অপু।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে অপু বিশ্বাস কথা বলেন। তিনি শাকিব খানের কোনো ক্ষতি চান না। এ সময় প্রাক্তন স্বামীর নতুন সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন এ নায়িকা।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সবকিছুর বাইরে আমার সন্তানের বাবা তিনি (শাকিব)। যা কিছু হোক না কেন, আমি তার কোনো ক্ষতি চাইব না। তার নতুন সিনেমার জন্যও শুভকামনা রইল।

শাকিব-বুবলীর দ্বন্দ্বের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে সাবেক স্ত্রী অপু বিশ্বাসের একটি মন্তব্য। তবে এ অভিনেত্রী শুরু থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে ছেলে আব্রাহাম খান জয়ের বাবা এবং সাবেক স্বামী শাকিবের মঙ্গলকামনা করেছেন।

তিনি আরও বলেন, একজন শিল্পী যখন আরেকজন শিল্পীর ক্যারিয়ার ধ্বংসের জন্য উঠেপড়ে লাগে, তখন ঢালিউড শিল্পীদের প্রেক্ষাপটের বিষয়টি আরও সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। তাছাড়া যারা আমাদের গড়েছেন তারাই আবার ক্যারিয়ার নষ্ট করেছেন। আর এ কারণেই বড় একটি শূন্যতা কাজ করছে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

প্রসঙ্গত, শাকিব খানকে আগামীতে দেখা যাবে ‘প্রিয়তমা’ সিনেমায়। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার টিভি অভিনেত্রী ইধিকা পাল।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লালশাড়ি’। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে অপুর বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

আরও পড়ুন: শাকিবের নতুন সিনেমার পোস্টার নিয়ে বিতর্ক-নিন্দা

আসন্ন ঈদুল আজহা-২০২৩ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে। এ উপলক্ষে (১০ মে) এর ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে আসে। যেখানে লম্বা চুলে ধরা দেন শাকিব, পেছনে ঝুঁটি বাঁধা। গলায় হাত রেখে সুদূরে বিষণ্ন দৃষ্টি। বৃষ্টিতে ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগারেট। পোস্টারজুড়ে রহস্যের আভাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে ক্যাপশনে শাকিব লেখেন, ‘প্রিয়তমা’র যাত্রা শুরু’ সঙ্গে হ্যাশট্যাগে মুক্তির তারিখ জুড়ে দেন, ঈদুল আজহা-২০২৩।

তবে সিনেমার পোস্টারে থাকা শাকিবের সিগারেটের দৃশ্য থাকায় শুরু হয় নেটিজেনদের নিন্দা। অনেকে সিনেমার এমন পোস্টারে ধূমপান করাকে উৎসাহ দেওয়া হচ্ছে বলে জানায়। এর প্রেক্ষিতেই ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন হয়েছে বলে নিন্দা জানিয়ে লিখিত বিবৃতি দিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অতি সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার পোস্টারে কোনো প্রকার সতর্কবাণী ছাড়াই ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে এমন দৃশ্য প্রদর্শনে বাংলাদেশ তামাকবিরোধী জোটের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এটি শুধুমাত্র আইন লঙ্ঘন করা নয় বরং তরুণদেরকেও ধূমপানের প্রতি আকৃষ্ট করা।

প্রধানমন্ত্রী একটি সুস্থ জাতি গঠনের প্রত্যয় নিয়ে ২০৪০ সালের আগেই বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৫(ঙ)-তে স্পষ্টত উল্লেখ করা আছে যে, ‘বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্যচিত্রে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা করবেন না বা করাবেন না’।

এ বিষয়ে আরও জানা যায়, ‘একাধিকবার সেন্সর বোর্ড ও তথ্য মন্ত্রণালয়ে অবহিত করে চিঠি পাঠানো হয়েছে। এমতাবস্থায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে অকারণে নাটক-সিনেমায় যথেচ্ছভাবে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ তামাকবিরোধী জোটের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।

এক্ষেত্রে সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিনেমা ও থিয়েটারগুলো নিয়মিত পরিদর্শন করার পাশাপাশি নাটক ও সিনেমা প্রদর্শনের জন্য ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সেন্সর বোর্ড যাতে অপ্রয়োজনীয় ধূমপানের দৃশ্য বাদ দেয় তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

শুধু শাকিব খানের এই সিনেমাটিই নয়, বরং এর আগেও একাধিক সিনেমার পোস্টার কিংবা ট্রেলারে ধূমপানের দৃশ্য দেখানো নিয়ে বির্তক উঠেছিল।

প্রসঙ্গত, হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ এ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। প্রযোজনা করছেন আরশাদ আদনান। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।