চিকিৎসার অর্থ জোগাড় করার জন্য মুখে অক্সিজেন মাস্ক ও রিকশায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রিকশাচালক মাইনুরজ্জামান সেন্টুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সেন্টুকে দেখতে গিয়ে এ আশ্বাস দেন।
জানা যায়, রামেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন মাইনুরজ্জামান সেন্টু। তিনি দীর্ঘ ৭ বছর ধরে ফুসফুসের সমস্যার কারণে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। গত দেড় মাসে তিনবার হাসপাতালে ভর্তি হয়েছেন। পাঁচ মাস যাবৎ প্রতিদিন তিনটি অক্সিজেন সিলিন্ডারসহ ওষুধ লাগে। তাই মুখে অক্সিজেন মাস্ক ও সিলিন্ডার নিয়ে রিকশা চালিয়ে নিজের অক্সিজেন ও সংসার চালানোর টাকা উপার্জন করতেন।
বৃহস্পতিবার রামেক হাসপাতালে দেখতে গেলে সেন্টু জেলা প্রশাসককে বলেন, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে চিকিৎসক তাকে অক্সিজেন কনসেনট্রেটর মেশিনটি কিনতে বলেছেন। এই মেশিন ছাড়া তার পক্ষে বেঁচে থাকা সম্ভব না। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরেই, এই মেশিনটির প্রয়োজন হবে।
এ সময় ডিসি শামীম আহমেদ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্টুকে অক্সিজেন কনসেনট্রেটর মেশিন দেওয়া হবে। সেন্টুর চিকিৎসার ব্যয় জেলা প্রশাসন বহন করবে। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর সেন্টুর অন্যান্য সমস্যাগুলোও সমাধান করা হবে।