নেশা করে প্রতিদিন মারধর করতেন নোবেল, মুখ খুললেন সালসাবিল!


আর্থিক প্রতারণার অভিযোগে গায়ক নোবেলকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয় থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। সেখানে নোবেলের মাদক সম্পৃক্ততা নিয়ে বলতে গিয়ে জানান, একজন এয়ার হোস্টেস নোবেলকে মাদক সাপ্লাই দেয়।

সালসাবিল জানান, ‘আমি তার সঙ্গে সংসার করেছি সে খুব ভালো একজন মানুষ ছিল। কোনো একটা কারণে কোনো একটা চক্রের মধ্যে পরে প্রচণ্ড পরিমানে মাদকাশক্ত হয়ে যায়। এরপরে তার ব্যবহারে পরিবর্তন আসে এবং সে অন্যরকম মানুষে পরিণত হয়, মাদকাশক্ত মানুষে পরিণত হয়। এরপর যে ঘটনাগুলো ঘটে, সেটা নেশার ফলশ্রুতিতে এই ঘটেছে।

নেশাগ্রস্ত হওয়ার পর নোবেল প্রতিদিনেই মারধর করতেন বলে জানান সালসাবিল। তিনি আরও জানান, ‘আমাকে প্রচণ্ড পরিমানে মারধর করা হত, তখন আমি গুলশান থানায় একটা জিডি করেছিলাম। একদিন প্রচণ্ড যখন পরিমানে মারছে তখন আমি ৯৯৯-কল দেই। সেখানে ১০ মিনিটের মধ্যে পুলিশ চলে আসে, তখন তারা এসে নোবেলকে ঠেকিয়ে আমাকে বাঁচায়। তখন তারা নোবেলকে জিজ্ঞেস করে- কেন মারছেন। নোবেল তাদেরকে বলে- আমি আসলে অনেক ধরণের জিনিস খাই, আমার মাথা ঠিক থাকেনা আমি তাকে মারি।

‘এরপর ওখান থেকে আমাকে যখন উদ্ধার করা তখন আমি গুলশান থানায় একটা জিডি করি। এরপর আমি আর আইনগতভাবে এগোয়নি। কারণ আমি চাচ্ছিলাম কোনোভাবে সে নেশাটা থেকে বের হয়ে আসুক একটা সুস্থ জীবন যাপন করুক। আমার উদ্দেশ্য তাকে শাস্তি দেয়া ছিল না, আমার উদ্দেশ্য ছিল সে যেন ভালোভাবে জীবনযাপন করতে পারেন নোবেলের সঙ্গে যুক্ত মাদক চক্র ও নারী সম্পৃক্ততা নিয়ে সালসাবিল বলেন, ‘মেয়ের সম্পৃক্ততা আমি কখনও দেখিনি তাকে। কিন্তু তাদের চক্রে একটা এয়ার হোস্টেজ চক্র কাজ করে, যেখান থেকে একজন তার সঙ্গে যোগাযোগ রাখে এবং তাকে যত ধরণের মাদক সে তাকে সাপ্লাই দেয়।’ এদিকে নোবেলের বিরুদ্ধে কোনো মামলা না করলেও ডিবি মৌখিক অভিযোগ করেছেন বলেও জানান সালসাবিল।