চার কৌশলে জয় করুন নারীর মন!

যেহেতু কথা বলা এক ধরনের শিল্প, তাই এতে দক্ষ হলে যেকোনো সময়, যেকোনো মানুষকে বশে আনা যায়। আজ আপনাদের বলব, কথা বলার কিছু ছোট ছোট কৌশলের কথা, যেগুলো আপনাকে সাহায্য করবে অতি সহজেই প্রিয়তমার মন জয় করতে।

নারীর মন জয় করার এ কৌশলগুলো জানিয়েছে সম্পর্ক বিষয়ক ওয়েবসাইট লাভ লানিংস।

১. ধীরে কথা বলুন

নারীদের সঙ্গে কথা বলার সময় নিজেকে আত্মবিশ্বাসী ও শান্ত হিসেবে উপস্থাপন করুন এবং কথা বলার গতিকে ধীর করুন। এটি নারীদের মন জয় করার একটি চমৎকার কৌশল বলে মনে করেন বিশেষজ্ঞরা।

২. চোখে চোখ রাখুন

কথা বলার সময় নারীটির চোখে চোখ রাখুন। এতে এক ধরনের টান তৈরি হবে নিজেদের ভেতর।

৩. পেছনে ফিরুন

কারো সঙ্গে বসে কথা বলতে থাকলে একটু পেছনে ফিরুন। অর্থাৎ নারীটি যখন কথা বলছে তার কথার রেশ ধরেই আপনার কথা চালিয়ে যান। এতে আপনাকে আত্মবিশ্বাসী মনে হবে।

৪. হালকাভাবে হাত নাড়ুন

মনে রাখবেন, ৯৩ ভাগ কথাই কিন্তু হচ্ছে নন ভারবাল বা অ-মৌখিকভাবে। তাই হাত দিয়েও কথা বলুন। হালকা হাত নাড়ানো কিন্তু অনেক পার্থক্য তৈরি করে যোগাযোগের ক্ষেত্রে।