সফল আয়ারল্যান্ড সিরিজ শেষে সুখবর পেলেন শান্ত-মুশফিক!


ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। আইরিশদের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। মাঠের দারুণ পারফরম্যান্স করা এই দুই ক্রিকেটার আয়ারল্যান্ড সিরিজ শেষে আইসিসি থেকে পেয়েছেন সুখবর।

বুধবার (১৭ মে) আইসিসির হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৪৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১০৯ নম্বর অবস্থানে রয়েছেন শান্ত। আয়ারল্যান্ড সিরিজে ৬৫.৩৩ গড়ে ১৯৬ রান করেন তিনি। ১০২.৬১ স্ট্রাইকরেটে ব্যাট করা এই ব্যাটার সিরিজ সেরার পুরস্কারও নিজের করে নেন।শান্তর মতো আইসিসি থেকে সুখবর পেয়েছেন মুশফিকও। ৬৫৩ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন তিনি। র‌্যাঙ্কিংয়ে শান্ত-মুশফিকের উন্নতি হলেও অবনমন হয়েছে তামিম-সাকিব-লিটনের।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়ক ২০ থেকে ২৫ নম্বরে নেমে গেছেন। আর সাকিব ৫ ধাপ পিছিয়ে বর্তমানে ৩২ নম্বরে অবস্থান করছেন। ৩৪ নম্বরে থাকা লিটন দাসেরও ১৬ রেটিং পয়েন্ট অবনতি হয়ে রয়েছেন ৩৭ নম্বরে। ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২য় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার র‍্যাসি ভ্যান ডার ডুসেনের রেটিং পয়েন্ট ৭৭৭। আর ৭৫৫ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বাবর আজমের সতীর্থ ফখর জামান।