কয়লার অভাবে গত ২৪ এপ্রিল থেকে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে, ডলার সংকটে সময়মত কয়লার ঋণপত্র না খুলতে পারায় সমস্যা তৈরি হয়েছে।
গত ডিসেম্বরে কেন্দ্রটির প্রথম ইউনিট চালুর পর থেকে প্রতিদিন ৫শ থেকে ৬শ’ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যেত।
রামপালে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় ঈদের ছুটির পর আবারো সারাদেশে লোডশেডিং কিছুটা বেড়েছে। অবশ্য রামপাল কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার দেশে কয়লার নুতন চালান দেশে আসবে।
কয়লা পেলে আগামী বৃহস্পতিবারের থেকে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে আবারও উৎপাদন শুরু হবে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন ৫ হাজার টন কয়লা প্রয়োজন। এক জাহাজ কয়লায় এক সপ্তাহ কেন্দ্রটি চালু রাখা যায়।
আগামী জুনে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট চালুর কথা আছে। এতে ভারত-বাংলাদেশ যৌথ বিনিয়োগে নির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা হবে ১৩শ ২০ মেগাওয়াট।