বিশ্বকাপ দলে রিয়াদের থাকা নিয়ে ‘ইতিবাচক বার্তা’ তামিমের!


গেল কয়েকমাস ধরেই বাংলাদেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিকেটাঙ্গনের একাংশ আসন্ন বিশ্বকাপে রিয়াদকে দলে নেওয়ার দাবি জানিয়েছেন। আবার অনেকেই বলছেন, মাহমুদউল্লাহর এবার থামা উচিত। বিসিবির অনেকেই বলেছেন, মাহমুদউল্লাহকে বাদ দিয়ে দেওয়া হয়নি। তাকে বিশ্রামে রাখা হয়েছে। এবার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও বললেন একই কথা।

রবিবার (৭ মে) মাহমুদউল্লাহ প্রসঙ্গে তামিম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি এটা নিয়ে অনেক কথা শুনছি যে এটা কী হচ্ছে না হচ্ছে। কিন্তু আমার মনে হয় না…তিনি অবশ্যই অবশ্যই আমাদের পরিকল্পনা আছেন। শুধু উনি না, এই মুহূর্তে যে দলে নেই কিন্তু প্রিমিয়ার লিগে ভালো করছে; আমরা ওদের নিয়ে অবশ্যই কথাবার্তা বলছি। যেটা আমি বললাম, দলের জন্য সেরা যেটা হবে সেটাই করবে।’

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘এই সিরিজ, হয়তো পরের সিরিজ এগুলোতে যতটুকু মানুষকে দেখা নতুন করে কিছু সুযোগ দেওয়া। এই সিরিজগুলোকেই আমরা মূলত টার্গেট করছি। শেষ সিরিজেও দেখেন, কিছু ব্যাটিং অর্ডার বদলেছি, কয়েকজনকে উপরে ব্যাটিং করিয়েছি। ইভেন আফিফের কথাও যদি বলি, আমার মনে হয় তারও একই সুযোগ আছে অন্য যেকোনো খেলোয়াড়ের মতো। সে ভালোও করছে। হয়তো একটা দুটা সিরিজ যেকোনো মানুষেরই খারাপ যেতে পারে।’

ভারতে চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে বাংলাদেশ। তবে এই পরীক্ষা নিরীক্ষা যে একটা পর্যায়ে বন্ধ করতে হবে, সেটাও মনে করে দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় রিয়াদ ভাই-আফিফ আমাদের হিসাবে আছে। এশিয়া কাপ আসলে আরও ভালো অবস্থায় থাকব বিশ্বকাপে। যেকোনো একটা সময় তো এক্সপেরিমেন্ট বন্ধ করতে হবে। আপনাকে সর্বোচ্চ ম্যাচ দিতে হবে বিশ্বকাপের স্কোয়াডকে।’