ঈদ উৎসবে দুই বাংলায় মুক্তি পেয়েছে দুই সুপারস্টার শাকিব খান ও জিতের সিনেমা ‘লিডার’ ও ‘চেঙ্গিজ’। উৎসবে মুক্তি পাওয়া এ ছবি নিয়ে দুই বাংলার দর্শকদের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা। এছাড়া সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবির দুটি গান নিয়ে চলছে তুমুল শোরগোল।
ভিউ এবং ইতিবাচক মন্তব্যে দর্শক সাড়ায় এগিয়ে রয়েছে ‘লিডার’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি। জাহিদ আকবরের কথা এবং নাভেদ পারভেজের সুর-সংগীতে ইমরান ও কোনালের গাওয়া এ গানটি দুই সপ্তাহে দেখা হয়েছে প্রায় ৪০ লাখ বারেরও বেশি। সেইসাথে মন্তব্য জমা পড়েছে ১৩ হাজারের বেশি।
অন্যদিকে, ‘চেঙ্গিজ’ সিনেমার ‘এভাবে কে ডাকে’ গানটি দেখা হয়েছে ৩০ লাখ বার। গানটি গেয়েছেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় শিল্পী অরিজিত সিং। মন্তব্য জমেছে প্রায় ৫ হাজারের মত।
গানটির গায়ক ইমরান মাহমুদুল বলেন, কলকাতায় ঈদে সবচেয়ে বড় আকর্ষণ ছিল চেঙ্গিজ ছবি ও গানে। জিতের রোম্যান্টিক গান অরিজিত সিং গেয়েছেন। এত বড় কম্বিনেশনের পর শাকিব ভাইয়ের সিনেমাতে আমার এবং কোনালের গানটি সবচেয়ে বেশি মানুষ দেখেছে। শুধু চেঙ্গিজের গান নয়, বাংলা ভাষার ছবির যত গান এসেছে ঈদে সবচেয়ে এগিয়ে ‘সুরমা সুরমা’। ছবিটির পাশাপাশি গানটিও যে সবাই এত পছন্দ করবেন আগে ভাবিনি। ইউটিউবের বাইরে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সবখানে ‘সুরমা সুরমা’ এগিয়ে।
গীতিকার জাহিদ আকবর বলেন, আমার গানের ক্যারিয়ারে এত দ্রুত সাড়া কোনো গানে পাইনি। একটা অন্যরকম ভালো লাগা তো অবশ্যই কাজ করছে। মনে হয়েছে, এটা দরকার ছিল এই সময়ে। তাতে সামনে গানের প্রতি আরেকটু বেশি মনযোগ বাড়বে।
তিনি আরও বলেন, জেনেছি, ঈদে মুক্তি পাওয়া দুই বাংলার গানের মধ্যে এই গানটির ভিউ শীর্ষে। এটা দর্শকদের ভালোবাসা ছাড়া আর কিছু না! সবাই গানটিকে এত পছন্দ এবং ভালোবাসা দেওয়ার জন্য শ্রোতাদর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। সেইসাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।
উল্লেখ্য, মুক্তির তৃতীয় সপ্তাহে ২৫ হলে চলছে ‘লিডার, আমিই বাংলাদেশ’। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী।