শোবিজের পরিচিত মুখ শাকিলা পারভীন। নাটক, মিউজিক ভিডিওতে সরব উপস্থিতি তার। ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বেশ সরব শাকিলা। বিভিন্ন সময়ে কাটানো নানান মুহূর্ত ক্যামেরাবন্দি করে অন্তর্জালে নিজের উপস্থিতির জানান দেন তিনি। ভ্লগ করতেও দেখা যায় এই অভিনেত্রীকে। আর এতেই বেঁধেছে বিপত্তি!
ঈদে মুক্তি পাওয়া বিভিন্ন সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যান শাকিলা। সেই সুবাদে অনন্ত-বর্ষা জুটির কিল হিম সিনেমাটিও দেখেন তিনি। সিনেমা দেখা শেষে বরাবরের মতো শখের বসেই ভ্লগ করেন এই অভিনেত্রী। সেখানে তিনি ছাড়া হাতেগোনা কয়েকজন দর্শক ছিলেন। তারা শাকিলার ভিডিওতে সিনেমাটি প্রসঙ্গে নিজেদের মতামত জানান।
পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি প্রকাশ করলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন শাকিলা। তাকে হেনস্তা করতে উঠেপড়ে লাগে একটি শ্রেণী। ভিডিওটি মুছে ফেলতে রীতিমত চাপ প্রয়োগ করা হয় তাকে। এছাড়াও নানারকম ভয়ভীতি দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা গুঞ্জনও ছড়ানো হয়। আর তাই বাধ্য হয়ে হুমকিপ্রদানকারী সেই ব্যক্তির বিরুদ্ধে কাফরুল থানায় জিডি করেছেন এই অভিনেত্রী। জিডির কপি আরটিভি নিউজের হাতে এসে পৌঁছেছে।
শাকিলা আরটিভি নিউজকে জানান, ‘সাধারণ দর্শকরা তাদের মতামত জানিয়েছে। আমি তাদের কাউকে জোর করে কিছু বলায়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমি কোনো ভিডিও করিনি। তবুও আমাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তাদের কেউ কেউ আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে।’
আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘তাদের (হুমকি প্রদান ও কটাক্ষকারী) এমন কর্মকাণ্ডে আমি শঙ্কিত। এ কারণেই আইনের আশ্রয় নিয়েছি। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত আমি আইনি লড়াই চালিয়ে যাবো।’