৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ঢাকা!


আজ শুক্রবার ভোর ৫ টা ৫৭ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

রাজধানীবাসীর ছুটির দিনে কাঁপুনিতে ঘুম ভাঙলেও ক্ষয়ক্ষতির সংবাদ এখনও পাওয়া যায়নি। তবে ভুমিকম্পের ফলে মানুষকে আতঙ্কিত হতে দেখা গেছে। ঢাকা ছাড়াও আশেপাশের জেলাগুলোতে এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল দোহার থেকে ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে এবং এর গভীরতা মাত্র ১০ কিলোমিটার।

এর আগে রাজধানীর এত কাছের উৎপত্তিস্থলে ভূমিকম্প হওয়ার ইতিহাস খুব কম।