দুই নিখোঁজ কিশোরীর সন্ধানের পর মিললো ৭ লাশ


মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের একটি শহর হেনরিয়েটাতে দুই নিখোঁজ কিশোরীর সন্ধানের সময় পাওয়া গেছে সাতটি লাশ। পুলিশের ধারনা, নিখোঁজ ওই দুই কিশোরী আইভি ওয়েবস্টার এবং ব্রিটানি ব্রুয়ার লাশও মৃতদের মধ্যে রয়েছে।

চিহ্নিত যৌন অপরাধী জেসি ম্যাকফ্যাডেনের মৃতদেহও পাওয়া গেছে এদের মধ্যে।

পুলিশ বলছে, মেয়েরা ওই ব্যক্তির সাথে ভ্রমণে বেরিয়েছিল। মৃত্যুর কারণ এখনও জানায়নি পুলিশ।

ওকলাহোমার হাইওয়ে পুলিশ সোমবার আইভি ওয়েবস্টার এবং ব্রিটানি ব্রুয়ারের জন্য একটি নিখোঁজ সংবাদ জারি করেছিল।