তীব্র তাপপ্রবাহের সঙ্গে বন্যাও আসতে পারে মে মাসে!


চলতি মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এই মাসে এক তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা করেছে সংস্থাটি। মঙ্গলবার (২ মে) বিশেষজ্ঞ কমিটির সভা শেষে এ দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়েছে।

মে মাসের পূর্বাভাসে আরও বলা হয়েছে-

• এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

• এক থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে ।

•এ মাসে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র একটি বা দুটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।

• দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে উজানে ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে স্বলমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এপ্রিল মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় এলাকায় তাপীয় লঘুচাপ অবস্থান করায় ৪-১২ এপ্রিল মৃদু থেকে মাঝারি, ১৩-২২ এপ্রিল মাঝারি থেকে তীব্র এবং ২৪-৩০ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়।

পশ্চিমা লঘুচাপের সাথে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ১-৬ এপ্রিল, ৮ এপ্রিল, ১৯-২৪ এপ্রিল ও ২৬-৩০ এপ্রিল সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্রপাত ও অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ কালবৈশাখী ঝড় হয়েছে। এপ্রিলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।