দুর্ঘটনায় বান্ধবীর মৃত্যুর পর আ;ত্মহ;ত্যা করলেন যুবক!

রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে হাবিবুল্লাহ বাহার কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্র রাহাত হোসেন আসিফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত-রাতে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ঈদের আগের দিন রাজধানীর মতিঝিলে ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেলে থাকা নওশিন। ওইদিন আহত হয়েছিলেন বাইক চালক রাহাত হোসেন আসিফ। আর ঈদের পরেরদিন মিলল আরিফের ঝুলন্ত মরদেহ।

খিলগাঁও থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসাইন জানিয়েছেন, গেলো ২১ এপ্রিল রাতে বান্ধবী নওশীনকে নিয়ে মোটরসাইকেলে করে শপিংয়ে যাওয়ার পথে মতিঝিলে দুর্ঘটনার শিকার হন রাহাত। এ ঘটনায় মারা যান নওশীন এবং গুরুতর আহত হন রাহাত। ভেঙে যায় তার ডান হাত।

পুলিশের দাবি, গত-রাত পৌনে ৪টার দিকে হাতের ব্যান্ডেজের কাপড় খুলে গলায় পেঁচিয়ে জানালার গ্রিলের সঙ্গে আত্মহত্যা করেন রাহাত। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।