দেশের বাজারে আবারো বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মাত্র একদিনের ব্যবধানে প্রতি কেজিতে ৪০ টাকা বেড়ে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার (২১ এপ্রিল) কারওয়ান বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৫০ টাকায়, লেয়ার মুরগি ৩৫০ টাকা এবং সোনালী মুরগি ৩৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।






বিক্রেতাদের একজন মো. ফাইয়াজ জানান, ‘বুধবার লেয়ার মুরগি বিক্রি করেছি ৩২০ টাকা আজ বিক্রি করছি ৩৫০ টাকা। কেজিতে ৩০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি গতকাল বিক্রি করেছি ২১০ টাকা। আজ বিক্রি হচ্ছে ২৫০ টাকা।’
দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মুরগির সরবরাহ কম। এটাও হতে পারে বড় কোম্পানিগুলো কম বিক্রি করছে। তারা মনে করছে ঈদে একটু বেশি মুনাফা করতে পারবে।’
তিনি বলেন, ‘তিন হাত পরিবর্তন হয়ে আমাদের কাছে মুরগি আসে। তাই দামটাও একটু বেড়ে যায়।’






আরেক বিক্রেতা বলেন, ‘সরকারি সব অফিস বন্ধ হয়ে গেছে। এই সুযোগে মুরগির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ আগামী ৩ দিন কেউ বাজার পরিদর্শনে আসবে না এবং বিষয়টি নিয়ে কথা বলবে না। এই সুযোগে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেবেন তারা।’
তবে, ডিমের দাম কিছুটা কমেছে। প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। গত সপ্তাহে ছিল ১২০ টাকা।