রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা কয়েক দিন ধরে দাবদাহ বয়ে যাচ্ছিল। তবে অবশেষে রাজধানীতে বৃষ্টির দেখা মিলেছে।






শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে।
বিকেল সোয়া ৫টার দিকে খিলগাঁও, মতিঝিল, আগারগাঁও, বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে তীব্র গরম কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রাজধানীবাসী। তবে বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম।