দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ যেসব জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনের আবহাওয়াতেও তেমন কোনো পরিবর্নের সম্ভাবনা নেই।






অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এতে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, নওগাঁ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ ঢাকা এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এদিকে দেশের একটি বিভাগ ও ছয়টি জেলায় ঝড়-বৃষ্টির আভাস দিয়েছেন কানাডাভিত্তিক আলোচিত আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড পেজে দেয়া পোস্টে তিনি এ আভাস দেন।






বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা এ গবেষক পোস্টে বলেন, ‘আজ সন্ধ্যা ৭টার পর থেকে মধ্যরাত্রির মধ্যবর্তী সময়ে নীলফামারী (ডোমার, ডিমলা, জলঢাকা উপজেলা), লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সকল জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টি ও বজ্রপাত বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা ৮০ থেকে ৯০%।’