মা হতে চলেছেন ইলিয়ানা, নেটিজেনদের প্রশ্ন, ‘সন্তানের বাবা কে?’

মা হতে চলেছেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। মঙ্গলবার সকালে এই খবর জানিয়েছেন তিনি নিজেই। তবে এই খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের প্রশ্ন, ‘সন্তানের বাবা কে?’

সামাজিক মাধ্যমে ইলিয়ানা মা হওয়ার খবরের সাথে ‘মাম্মা’ লেখা একটি লকেটের ছবি এবং নবজাতকের পোশাকের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শিগগির আসছে। ছোট্ট প্রিয়, তোমার সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না।’

ইলিয়ানা অবিবাহিত। কার সঙ্গে প্রেম করছেন, সেই বিষয়েও নিশ্চিত নন নেটিজেনরা। আর তাই অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

অনেকেই মনে করছেন ক্যাটরিনা কাইফের ভাই সিবাস্টিয়ান লরেন্ট মিশেল এই সন্তানের বাবা। কারণ, গত বেশ কিছু দিন ধরে তার সঙ্গেই নাম জুড়েছে ইলিয়ানার। তবে এই বিষয়ে এখনও অফিশিয়ালি কেউ মুখ খোলেননি।