তীব্র গরমে রাজধানীসহ সারাদেশে গরম হাওয়া বইছে। প্রচণ্ড তাপদাহ আর প্রখর রোদে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে গতকাল সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সিলেটে কিছুটা বৃষ্টি হয়েছে। তবে রাজধানীতে বৃষ্টি নেই। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এ তথ্য জানানো হয়।






দেশে ৭ এপ্রিল থেকে বৃষ্টি নেই। তবে গতকাল সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের গতকাল সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর ঢাকায় বৃষ্টি হতে আরও অন্তত তিন দিন অপেক্ষা করতে হবে।






আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তরের গতকাল সোমবার সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর ঢাকায় বৃষ্টি হতে আরও অন্তত তিন দিন অপেক্ষা করতে হবে। তিনি বলেন, আজ ও আগামীকাল ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।