টানা দুই সপ্তাহ ধরে দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এর মাঝেই এক পশলা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সুনামগঞ্জে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জে তিন মিনিটের বৃষ্টিতে সস্তির নিশ্বাস ফেলছেন সুনামগঞ্জবাসী। জেলার জগন্নাথপুর,শান্তিগঞ্জ উপজেলায়ও একই সময় বৃষ্টি নামে।






এই একপশলা বৃষ্টিতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে নেমে এসেছে চরম স্বস্তি। তীব্র গরমের কারণে অতি পরিচিত বৃষ্টিও হয়ে ওঠে পরম পাওয়া। বৃষ্টি পড়তে দেখে উচ্ছ্বাস ছড়িয়ে পরে সাধারণ মানুষের মাঝে। সুনামগঞ্জ শহরের ক্ষুদ্র ব্যবসায়ী তালেব আলী জানান, ”গত কয়দিন ধরে যে গরম পরছে সেই গরম থেকে কিছুটা মুক্তি দিলো এই বৃষ্টি”। রিকশা চালক মনাই আহমদ বলেন, ”প্রচণ্ড গরমে সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। এখন কিছুটা বৃষ্টি নামায় আবহাওয়া ঠাণ্ডা হয়েছে। একটু স্বস্তি ফিরে পেয়েছি”।






সারাদেশে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এটি গত ৫ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।ঈশ্বরদী আবহাওয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া রাজশাহীতে ৪২ দশমিক ৬ এবং চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।






টানা তাপদাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে নিষেজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
আবহাওয়া অফিস জানায়, বাতাসে জলীয় বাষ্প বেড়েছে। খুলনা বিভাগ, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনাসহ দেশের ১৬ জেলায় মৃদু থেকে মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।