তাহসানকে বিয়ে করা নিয়ে আলোচিত সেই মন্তব্যের বিষয়ে যা বললেন মিথিলা!

সম্প্রতি বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে একটি খবর সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায়। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি ছিল সংগীতশিল্পী তাহসান খানকে বিয়ে করা নিয়ে। অল্প বয়সে তাহসানকে বিয়ে করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল; এমন শিরোনামেই বেশির ভাগ সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করে।

বিষয়টা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়। এ নিয়ে এবার দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মিথিলা। তিনি এমন মন্তব্য করেছিলেন কি না, এমন এক প্রশ্নের জবাবে মিথিলা জানান, তিনি কখনোই এমন মন্তব্য করেননি।

মিথিলা জানান, কয়েক বছর আগে এক অনুষ্ঠানে দেয়া তার মন্তব্যের সূত্র ধরে খবরটি করা হয়েছে এবং তিনি যা বলেছিলেন তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। অনুষ্ঠানটিতে কী বলেছিলেন, সেটিও পরিষ্কার করেন মিথিলা, ‘আমি বলেছি, কম বয়সে মেয়েদের বিয়ে করা ঠিক নয়। কম বয়সে বিয়ে করে আমি ভুল করেছি। সম্ভবত কোভিডের মধ্যে একটি ইউটিউব চ্যানেলে এই কথাগুলো বলেছিলাম।’

এই অভিনেত্রী ভাষ্য, ‘আমি যখন বিয়ে করি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী, বয়স ২৩। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি। এখন আমার মনে হয়, ২৩ বছর বয়সে ছাত্রী থাকা অবস্থায় বিয়ে করা আসলেই উচিত হয়নি আমার।

‘কেন বলেছি, আমার অনেক মেয়ে ভক্ত আছেন। আমাকে অনেকে রোল মডেল ভাবেন, তাদের উদ্দেশে এসব বলা।’ মিথিলা আরও বলেন, ‘আমি এখনো বলব, সাধারণত সব মেয়েরই লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত। কারণ, আমাদের সমাজে এখনো মেয়েদের চলার পথ মসৃণ নয়।’

২০০৬ সালে তাহসানকে বিয়ে করেছিলেন মিথিলা। এরপর ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন তারা। তাহসানের সঙ্গে ডিভোর্সের প্রায় দুই বছর পর, ২০১৯ সালে ডিসেম্বরে টালিউডের নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। এদিকে আগামীতে মিথিলাকে দেখা যাবে ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এ। ঈদে মুক্তি পাবে সিরিজটি।