বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। মূলত জালিয়াতির দায়ে এই শাস্তি পেয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ লাখ টাকা জরিমানা দিতে হবে তাকে। আগামী ৩০ দিনের ভেতর সেই জরিমানা ফিফাকে দিতে হবে।






সোহাগের নিষেধাজ্ঞার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে পারছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
শুক্রবার (১৪ এপ্রিল) অবশ্য তিনি নিজেও বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে পারেননি নিষেধাজ্ঞার খবর আসার পরপরই যোগাযোগ করা হয় সালাউদ্দিনের সঙ্গে। দেশের একটি গণমাধ্যমকে বাফুফে সভাপতি বলেন, ‘ফিফা নিষেধাজ্ঞা দিলে তো আমরা নিষিদ্ধই রাখব। আমি ছোট একটা মেইল পেয়েছি। আমি বিস্তারিত কিছু জানি না। তাই এখন কিছু বললে তা সঠিক হবে না। আগে বুঝে নেই বিষয়টা কী, তারপর বলব।’






ফিফার সাধারণ দায়িত্ব ও আনুগত্য ভাঙার পাশাপাশি জালিয়াতি ও মিথ্যাচার করেছেন সোহাগ। যদিও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন তিনি। এমনটাই বলেছেন সালাউদ্দিন, ‘এটা ব্যক্তিগত বিষয়, তাই ফেডারেশন নয়, সে আপিল করতে পারে। দেখি কী হয়!’
এদিকে, ২০১৩ সাল থেকে বাফুফে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সোহাগ। দশ বছর পর এই পদে নতুন কাউকে দেখা যাবে এবার। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি।