প্রথমবারের মতো আইপিএলে যোগ দিয়েছেন টাইগার ক্রিকেটার লিটন দাস। দলের সঙ্গে লিটনের যোগ দেওয়ার পর আজ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেই কি একাদশে দেখা মিলবে লিটনের?






জানা গেছে, ইডেনে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের আগে নেটে লিটন ও গুরবাজ দু’জনকেই সমান তালে ব্যাটিং করিয়েছে কলকাতার টিম ম্যানেজমেন্ট। তাই আজকের ম্যাচে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে এই দুইজনকেই।






কারণ প্রথম তিন ম্যাচেই কেকেআরকে ভুগিয়েছে ওপেনিং জুটি। তিন ম্যাচে তিনটি আলাদা ওপেনিং জুটি নামানো হয়েছে। প্রথম ম্যাচে গুরবাজের সঙ্গে মনদ্বীপ সিং। পরের ম্যাচে গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার। তৃতীয় ম্যাচে গুরবাজের সঙ্গে ওপেন করেন নারায়ণ জগদিশান। কিন্তু একটি জুটিও সাফল্যে পায়নি।






তাই আজ হায়দরাবাদের বিপক্ষে আবার ওপেনিংয়ে পরিবর্তন আসতে পারে। গুরবাজের সঙ্গে লিটন কিংবা জেসন রয়ের মধ্যে একজনকে খেলানো হতে পারে। জানা গেছে, উপমহাদেশের বলেই লিটনকে খেলানোর পক্ষে টিম ম্যানেজমেন্ট। গত দু’দিন কেকেআরের অনুশীলন কাভার করা সাংবাদিকদেরও তেমনই ধারণা।






হায়দরাবাদের বিপক্ষে কলকাতা যে চারজন বিদেশি খেলাতে পারে, তাদের নামও দিয়েছে পশ্চিম বাংলার কয়েকটি ওয়েবসাইটে। তাঁরা হলেন– রহমানুল্লাহ গুরবাজ, লিটন কুমার দাস, সুনীল নারিন ও লকি ফার্গুসন।






কলকাতার তুরুপের তাস আন্দ্রে রাসেল একেবারেই ছন্দে নেই। প্রথম তিন ম্যাচে তিনি কিছুই করতে পারেননি। আজ বেঞ্চে বসতে হতে পারে তাঁকে। আর যদি রাসেলের ওপর কলকাতার কোচ চন্দ্রকান্ত পন্ডিত আস্থা রাখেন, তাহলে কিউই পেসার ফার্গুসনকে বসতে হতে পারে। সেক্ষেত্রে লিটন বা জেসন রয়ের একজনকে দেখা যেতে পারেই একাদশে। কলকাতার সংবাদমাধ্যমগুলোরও দাবি সবকিছু বিবেচনায় লিটনকেই সুযোগ দেওয়া হবে প্রথমে।