রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) রাখা হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। রাত সোয়া ১টায় মরদেহ গোসল করানোর জন্য মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে






দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত সমস্যার কারণে চিকিৎসাধীন থাকার পর গতকাল ১১ মার্চ মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা ও দাফন কোথায় হবে তা এখনও জানা যায়নি। তবে আজ বুধবার ১২ এপ্রিল সকাল ১১ টা ৩০ মিনিটে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যু পরবর্তী সার্বিক কার্যক্রম নিয়ে গণমাধ্যমে কথা বলবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহবায়ক অধ্যাপক আলতাফুন্নেছা ।






মঙ্গলবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রে তার ভক্ত, অনুরাগী ও সহচরদের সমন্বিত বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত থাকা ব্যক্তিবর্গরা জানান, জাফরুল্লাহ চৌধুরী তাঁর মৃত্যুর আগেই মরদেহ দান করে গেছেন। এই বিষয়ে পরিবারের নেয়া সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানানো হবে আজকের সংবাদ সম্মেলনে।