গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।






বেশকিছু দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী তবে শারীরিক অবস্থার উন্নতি হয়নি। এরপরও দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যাপারে আগ্রহ দেখাননি ডা.জাফরুল্লাহ। তার অন্তিম ইচ্ছে— গণস্বাস্থ্য কেন্দ্রেই তিনি চিকিৎসা নিয়ে মরতে চান। আর তাই উন্নত চিকিৎসার জন্য একাধিক বার বিদেশ যাওয়ার কথা বলা হলেও তিনি রাজি হননি। শেষ পর্যন্ত মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য কেন্দ্রেই তিনি মারা যান।