দৃশ্যদূষণ রোধে রাজধানীর মগবাজার ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধনী করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।






শিক্ষার্থীরা জানান, চারদিন ধরে চারটি পিলারে গ্রাফিতি এঁকেছেন তারা। ভবিষ্যতে রাজধানী ছাড়া অন্যান্য স্থানেও তাদের গ্রাফিতি অঙ্কন চলবে বলে জানান তারা। শিল্পীদের অনুপ্রেরণা দিতে নিজেই রঙ-তুলির আঁচড় দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
এ কার্যক্রমের মাধ্যমে যেখানে সেখানে পোস্টার লাগানো বন্ধে মানুষের সচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করেন মেয়র। তিনি বলেন, ঢাকা শহরে যত্রতত্র পোস্টার লাগিয়ে দৃশ্যদূষণ করা হচ্ছে। এ সময় তিনি সব নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।






এ সময় মেয়র আতিকুল ইসলাম যারা যত্রতত্র পোস্টার লাগাবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান। ফ্লাইওভারের পিলারের সৌন্দর্য রক্ষায় সিসিটিভি ক্যামেরা লাগানোর কথাও জানান তিনি।