তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়।
গান তো বটেই, এর চেয়েও অনেক বেশি জনপ্রিয় তার মানবিক কাজের জন্য। তিনি ব্যাপক পরিচিতি পান ২০২২ সালে সিলেটের বন্যার ঘটনায়।
সেসময় বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন।






সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সে সময় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তাসরিফ।
এরপরেও নানা মানবিক কাজে অংশ নিতে দেখা যায় তাকে। কখনো কাউকে হারিয়ে যাওয়া অটোরিকশা কিনে দিয়েছেন, কখনো কারো পোড়া ঘর জুড়ে দিয়েছেন, আবার কারো চিকিৎসার অর্থ যোগাড় করে দিয়েছেন। এবার আরও একটি মানবিক কাজ করে ভক্ত-অনুরাগী, শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ভাসছেন তিনি।
রোববার সেই ছেলেটিকে নিয়ে ফেসবুক লাইভে এসে তাসরিফ জানান, ছেলেটির নাম নাফিস। তার বাড়ি ফেনীর ফাজিলপুর। বয়স ১৮ বছরের মতো। ছেলেটা এতিম। সন্তানহীন এক দম্পতি তাকে বড় করছেন। মাস সাতেক আগে এক দুর্ঘটনায় তার একটি হাত ব্যাপক জখম হয়। ছেলেটার চিকিৎসা চলছিল ঢাকার পঙ্গু হাসপাতালে।






তবে এখন টাকার অভাবে চিকিৎসা আটকে আছে। কিন্তু এখন তার হাতের অবস্থা ভালো নয়। একটি অপারেশন করতে হবে।
এজন্য লাখ তিনেক টাকা দরকার, এরমধ্যে তার পরিবার-প্রতিবেশীরা এক লাখ টাকা জোগাড় করেছেন। এখন দুই লাখ টাকা দরকার। সে জন্যে লাইভে এসে সবার কাছে সহযোগিতা চাচ্ছেন তিনি।
লাইভটির ক্যাপশনে তাসরিফ লেখেন, ‘মাত্র ২ লাকগ টাকার অভাবে ১৮ বছর বয়সী নাফিসের হাত এখন পচনের দিকে যাচ্ছে।






৭ মাসেও জোগাড় হয়নি নাফিসের চিকিৎসার টাকা। কষ্টের যায়গা হচ্ছে এই হাত নিয়েই ও চা বানানোর কাজ করছে দুই মাস যাবত, তাও যদি কিছু একটা উপায় হয়! আমরা কি যার যার যায়গা থেকে নাফিসের জন্য এগিয়ে আসতে পারি?’
এই লাইভটি করার ঘন্টাখানিক পরে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেই পোস্টেই তাসরিফ জানান, ৪৫ মিনিটের মধ্যে নাফিসের জন্য ২ লাখ টাকা উঠে গেছে।
তাসরিফের এমন কাজে মুগ্ধ তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। তার সেই পোস্টে সাড়ে চার লাখের বেশি রিঅ্যাক্ট পড়েছে। ভালোবাসা জানিয়ে মন্তব্য করেছে প্রায় ১৫ হাজারের মতো নেটিজেন।






এদিকে বঙ্গবাজারের আগুনে নিঃস্ব হওয়া ব্যবসায়ীদের জন্যেও ফান্ড সংগ্রহ করছেন তাসরিফ।