পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য পুণ্য লাভের মাস। এ মাসে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা ও ইবাদত-বন্দেগি করা অন্যান্য মাসের তুলনায় অধিক সওয়াবের কাজ। এছাড়া তাহাজ্জুদ নামাজেরও বিশেষ ফজিলত রয়েছে এ মাসে। দেশের জনপ্রিয় ইসলামী আলোচক ও বক্তা শেখ আহমদুল্লাহ রমজানে তাহাজ্জুদ নামাজকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।






মঙ্গলবার (১১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আল্লাহর নৈকট্যলাভ ও দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় রাতের শেষ প্রহর। কিন্তু দুঃখের বিষয় হলো, সারা বছর রাতের শেষ প্রহরে জায়নামাজে আল্লাহর সামনে দাঁড়াবার সৌভাগ্য আমাদের খুব কমই হয়।’
তিনি আরও লেখেন, ‘রমজান উপলক্ষে শেষ রাতে আমাদের উঠতেই হয়। সেই সুযোগে আমরা যদি সাহরির আগে-পরে দু-চার রাকাত তাহাজ্জুদ পড়ি, নির্জনে দোয়া ও মুনাজাতে মশগুল হই, তবে এই সামান্য সময়ের রাত্রিজাগরণ ও মিনতি আমাদের রমজানকে সার্থক করে দিতে পারে।’