এবার লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া শাড়ি কিনলেন সাবিলা

বঙ্গবাজারে ভ;য়াব;হ অ;গ্নি;কাণ্ডে শো;কাহত পুরো দেশ। ভ;য়াবহ এই অ;গ্নিকা;ণ্ডে শো;কে স্তব্ধ দেশের শোবি;জ অঙ্গনও। তা;রকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে উঠেছে নানা শো;কবা;র্তা ও প্রার্থনা।

অনেকে আবার নিজেদের সাধ্যমতো সাহায্যের হাত এগিয়ে দিচ্ছেন অসহায়দের দিকে। এবার সেই তালিকায় নাম উঠল জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। অ;গ্নিকা;ণ্ডে ক্ষ;তিগ্র;স্তদের সহায়তার উ;দ্দেশ্যে লা;খ টাকায় পোড়া কা;পড় কিনেছেন সাবিলা নূর।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে বিদ্যানন্দের অফিসিয়াল পেজ থেকে। সেখানে লেখা হয়েছে, ‘লাখ টাকা দাম পো;ড়া শাড়ির! জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ব;ঙ্গবাজারের আ;গুনে ক্ষ;তিগ্র;স্ত ক্ষু;দ্র ব্যবসায়ীদের পা;শে দাঁ;ড়াতে চেয়েছেন।’

এ প্রসঙ্গে সাবিলা নূর লিখেছেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগে তাদের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি চেষ্টা।’ তার এই মানবিক কাজের জন্য নেটিজেনরা বাহবা দিচ্ছেন।

এর আগেও অনেক তারকারা নিজেদের সাধ্যমতো সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন অ;গ্নিকা;ণ্ডে ক্ষ;তিগ্র;স্তদের সহায়তার উদ্দেশ্যে। এই তালিকায় রয়েছেন তাহসান, অপুর্ব সহ আরো অনেকেই।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আ;গুন বেলা ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মোট ৫০ ইউনিট ও সেনাবাহিনীর একটি সম্মি;লিত সাহায্যকারী দলের চেষ্টায় আ;গুন নিয়ন্ত্র;ণে আসে।

তবে এরই মাঝে মার্কেটের প্রায় পাঁচ হাজার দো;কান পু;ড়ে যায়। এতে ঈদের আগে ব্যাপক ক্ষ;তির মুখে পড়;লেন ব্যব;সায়ীরা।