ঈদের স্বপ্ন পুড়ে ছাই, তারকাদের শোক!

রাজধানীর বঙ্গবাজারে ভ;য়াবহ অ;গ্নিকা;ণ্ডের ঘটনায় দেশজুড়ে নেমেছে শো;কের ছায়া। এ ঘটনায় বহু দোকান একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে ক্ষ;তিগ্র;স্ত ব্যবসায়ীদের আহাজারী ছুঁয়ে গেছে দেশের তারকাশিল্পীদের মন।

এ ঘটনায় এ ঘটনায় ওমর সানী, চঞ্চল চৌধুরী, মেহজাবীনসহ দেশের তারকারাও ব্যথিত হয়েছেন।

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘স্বপ্ন সব শেষ। এটা আমারও তো হতে পারত। বঙ্গবাজার ঢাকা, আল্লাহ আপনি হেফাজত করুন আমাদের।’

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘চারিদিকে কান্নার শব্দ…। আল্লাহ আমাদের বাঁচান। ছোট ছোট এই দোকানের মালিকদের কত স্বপ্ন, ঈদে ভালো বিক্রি হবে, পরিবার নিয়ে ঈদ করবে, সব স্বপ্ন আ;গুন কেড়ে নিলো। আল্লাহ রহমত করেন বঙ্গবাজার।’

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘আহারে বঙ্গবাজার…। ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা, আ.গুনে ছারখার।’

অভিনয়শিল্পী রওনক হাসান লিখেছেন, ‘আহা! বঙ্গবাজার! কৈশোরের নি;ত্যসঙ্গী!’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘জ্বলছে বঙ্গবাজার! জ্বলছে হাজার হাজার মানুষের স্বপ্ন আর রিজিক। একেকটা দোকান পু;ড়ে যাওয়া মানে একেকটা পরিবার জ্বলেপুড়ে ছারখার ভস্ম হয়ে যাওয়া। হে আল্লাহ তুমি র;ক্ষা করো।’

অভিনেত্রী শাহনাজ খুশি ঘুম থেকে উঠেই ভ;য়ং;কর অ;গ্নিকা;ণ্ডের ঘটনায় মুষড়ে যান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘সকালটা আর শুভ হলো না! রাজধানীর বঙ্গবাজারে আ;গুন! বঙ্গবাজারে যাওয়ার অ;ভিজ্ঞতা আমার আছে।

কীভাবে ওখানকার আ;গুন নিয়ন্ত্রণ সম্ভব ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিটসহ, যোগ দিয়েছে বিমানবাহিনী, নৌবাহিনীর সাহায্যকারী দল হেলিক;প্টারসহ আরও অনেকে! টে;লিভিশনের লাইভ নিউজে আ.গুন এবং আ;হাজারি দুই ভ;য়াবহ। কতশত পরিবারের সর্বস্বান্ত!

তাদের জীবন-জীবিকা, স্ব;প্ন এবং ঈদ।’