রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আ;গুন দী;র্ঘ প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর নিয়;ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শি;কদার। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আ;গুন বেলা ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মোট ৫০ ইউনিট ও সেনাবাহিনীর একটি স;ম্মিলিত সাহায্যকারী দলের চেষ্টায় আ;গুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মাঝে মার্কেটের প্রায় পাঁচ হাজার দো;কান পুড়ে যায়। এতে ঈদের আগে ব্যাপক ক্ষ;তির মুখে পড়লেন ব্যবসায়ীরা।
ভয়াবহ এ অ;গ্নিকা;ণ্ডের ঘটনায় দেশের সাধারণ মানুষের মতোই ব্যথিত হয়েছেন তা;রকা;রাও। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রকাশ করেছেন তাদের অনুভূতি। তেমনি মহান সৃষ্টি;কর্তার কাছে ক্ষ;তিগ্র;স্তদের জন্য প্রার্থনা জানিয়ে অনুভূ;তি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।
এদিন দুপুর ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভি;নেত্রী লেখেন, ‘হে আল্লাহ আজ যারা নিঃস্ব হল, তাদের সাহায্য করুন, তাদের রিজিকের ব্যবস্থা করে দিন, হে আল্লাহ র;ক্ষা করুন।’
অভিনেত্রীর এ পোস্ট মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। যেখানে ১ ঘন্টার ব্যবধানে প্রায় ৮ হাজার রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য ঘরে অভিনেত্রী প্রার্থনা জানিয়েছেন তার ভ;ক্ত-অ;নুরাগীরাও।