বঙ্গবাজারে অ’গ্নিকা’ণ্ডে যা বললেন মেহজাবীন

রাজধানীর বঙ্গবাজারের আ;গুন দীর্ঘ আট ঘণ্টা চেষ্টার পর নি;য়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ক;র্মক;র্তা শাহজাহান শিকদার। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে লাগা আ;গুন বেলা ১২টা ৩৬ মিনিটে নিয়;ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মোট ৫০ ইউনিট ও সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দলের চে;ষ্টায় আ;গুন নিয়;ন্ত্রণে আসে। তবে এরই মাঝে মার্কে;টের প্রায় পাঁচ হাজার দোকান পু;ড়ে যায়। এতে ব্যাপক ক্ষ;তির মুখে পড়ল ব্যবসায়ীরা।

এ অ;গ্নিকা;ণ্ডে দে;শের অনেক তারকা দুঃখ প্রকাশ করেছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী মন খারাপ এবং গায়ক বেলাল খান আ;গুন নিয়ন্ত্রণে দোয়া চাওয়ার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার মহান সৃ;ষ্টিকর্তার কাছে সবাইকে র;ক্ষার কথা জানালেন ছো;টপর্দার জ;নপ্রিয় অভি;নেত্রী মেহ;জাবীন চৌধুরী।

এদিন দুপুর ১টা ২০ মিনিটে ফেসবুক ভেরি;ফায়েড পেজে এ অভি;নেত্রী লেখেন, ‘জ্বলছে বঙ্গবাজার। জ্বলছে হাজার হাজার মানুষের স্ব;প্ন আর রিজিক। একেকটা দোকান পু;ড়ে যাওয়া মানে একেকটা পরিবার জ্ব;লে-পু;ড়ে ছারখার ভ;স্ম হয়ে যাওয়া। হে আল্লাহ তুমি র;ক্ষা করো।’

অভি;নেত্রীর এ পোস্ট মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। যেখানে ইতো;মধ্যে প্রায় সাতাশ হাজার রিঅ্যা;কশন পড়েছে এবং ম;ন্তব্য এসেছে আট শ;তাধিক।