বঙ্গবাজারে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে হাজারো দোকানপাট। সেই সাথে ভেঙ্গেছে হাজার হাজার মানুষের স্বপ্ন। যে মানুষটাই ছিল একদিন আগে লাখপতি, সে এখন সহায়সম্বলহীন। এসব ভুক্তভোগীদের দুঃখে দুঃখী দেশের সবাই। অভিনেত্রী জয়া আহসানও আর সব সাধারণ মানুষের দলেই।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহবান জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনেত্রী লেখেন, ‘বঙ্গ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই চরম বিপদে আমি সমব্যথী। পবিত্র ঈদের আগে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা বিষয়ে এই যে চূড়ান্ত আঘাত নেমে এলো, এর কোনো ক্ষতিপূরণ হয় না সত্যিই। তাদের এই দুঃসময়ে আসুন আমরা পাশে থাকি, সহযোগিতার হাত বাড়াই।’
এই আগে এই আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভুভূতি প্রকাশ করেছেন, শাকিব খান, মেহজাবীন, সাবিনা নূরসহ অনেক তারকা।