২৪ ঘণ্টায়ও আগুন পুরোপুরি নেভেনি, মার্কেট এখন ধ্বংসস্তুপ!

২৪ ঘণ্টা পরও রাজধানীর বঙ্গবাজারের আগুন পুরোপুরি নেভেনি। অ্যানেক্সকো টাওয়ারের আগুন নেভাতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এরইমধ্যে ভবন থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা।

আগুনে রাজধানীর বঙ্গবাজারের টিনশেড মার্কেট এখন ধ্বংসস্তুপ। রাতে পুড়েছে পাশের অ্যানেক্সকো টাওয়ারসহ দুটো ভবন।

দুপুরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিলেও সন্ধ্যায় আবার আগুন ছড়িয়ে পড়ে এই দুই ভবনে। সেই আগুন নেভাতে রাতভর লড়তে হয়েছে দমকলকর্মীদের।

আগুন আর ধোঁয়ার সঙ্গে পাল্লা দিয়ে ভবনের ভেতর থেকে মালামাল সরিয়ে আনার চেষ্টা করেছেন দোকান মালিক ও শ্রমিকরা।

ঈদের আগে এই আগুন পথে বসিয়ে দিয়েছে অনেক ব্যবসায়ীকে। তারা এখন আশা করছেন সরকারি সহায়তার।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

রাতেও উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের।