লোমহর্ষক খুনের গল্পে জুটিবদ্ধ বাসার-দীঘি

খুনের ঘটনাকে কেন্দ্র করে অহরহ নির্মিত হচ্ছে ওয়েব কনটেন্ট। তবে নাটকীয়তার ভরা নব্বই দশকের একটি মার্ডারকে কেন্দ্র করে এবার নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘মার্ডার ৯০’! পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।

নির্মাতা জানান, অভিনয় করবেন খায়রুল বাসার ও প্রার্থনা ফারদিন দীঘি। এ বিষয়ে দীঘি জানান, খায়রুল বাসার ও আবু হায়াত মাহমুদের সঙ্গে এটি হতে যাচ্ছে তার প্রথম কাজ। নতুন জুটি ও পরিচালকের সঙ্গে কাজ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। দীঘি বলেন, বুধবার থেকে শুটিংয়ে অংশ নেব। ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জেনেছি।

পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, পুলিশ ইনভেস্টিগেশনের মাধ্যমে সেই লোমহর্ষক খুনের আসামিকে নানা নাটকীয়তায় খুঁজে বের করা হয়। ওই সময়ের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা ও সম্পর্কের দ্বন্দগুলো ‘মার্ডার ৯০’-এ উঠে আসবে। আসন্ন ঈদে মুক্তি এটি আরটিভি প্লাসে মুক্তি দেওয়া হবে।

নির্মাতা আরও বলেন, গল্পে দেখানো হবে নব্বই দশক থেকে অনুপ্রাণিত। তৎকালীন সময়ে এই ঘটনাটি খুব আলোচিত ছিল। এই কনটেন্টের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর গল্প। বুধবার থেকে শুটিং শুরু হবে। আরও থাকবেন সাজু খাদেম, শিল্পী সরকার অপুর মতো অভিনয়শিল্পীরা।