ইফতারির সময় গলায় আপেল আ’টকে প্রা’ণ গেল শিশুর!

এবার রাজধানীর সবুজবাগ থানার মা;দারটেক এলাকায় ইফতারের সময় সাবির আহমেদ নামে ছয় মাসের এক শি;শুর গলায় আপেল আ;টকে মৃ;ত্যু হয়েছে।

গতকাল সোমবার ৩ এপ্রিল স;ন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে শি;শুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বি;ভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃ;ত ঘো;ষণা করেন।

এ বি;ষয়ে শি;শুটির বাবা সাখাওয়াত হোসেন বলেন, পরিবারের সবাই একসাথে ইফ;তারি খেতে ব;সি। সাবিরও সোফায় বসা ছিল। স;বাইকে খেতে দেখে ও আপেলের ছোট একটি টু;করা বাটি থেকে নি;য়ে মুখে দেয়।

পরে আপেলের টুকরা তার গ;লায় আ;টকে যায়। দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষ আমার ছেলেকে মৃ;ত ঘোষণা করেন। লা;শ বিনা ম;য়নাতদ;ন্তে হ;স্তা;ন্তর করা হয়েছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সবুজবাগ থেকে এক শি;শুর গ;লায় আ;পেল আ;টকে গেলে তাকে উ;দ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চি;কিৎসক তাকে মৃ;ত ঘো;ষণা করেন।

পরে পরিবা;রের আবে;দনের পরিপ্রেক্ষিতে বিনা ময়;নাতদ;ন্তে শি;শুটির ম;রদে;হ হ;স্তা;ন্তর করা হ;য়েছে।