টুইটারের লোগোতে কুকুর বসাচ্ছেন ইলন মাস্ক!

এবার মাইক্রো-ব্লগিং সাইটের জন্য নতুন আপডেট নিয়ে ফিরে এসেছেন টুইটারের সিইও ইলন মাস্ক। টুইটারের ব্লু বার্ড লোগোটি পরিবর্তন করে একটি কুকুরের মিমস লোগো ব্যাবহার করা হবে টুইটারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সোমবার (৩ এপ্রিল) টুইটারের ওয়েব সংস্করণে ডগোজকয়েন ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সির লোগোর অংশে কুকুরের ছবিকে লোগো হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে টুইটারের মোবাইল অ্যাপে কোনো পরিবর্তন হয়নি।

ডগোজ ইমেজ (একটি শিবা ইনু কুকুরের) ডগোজকয়েন ব্লকচেইন এবং ক্রিপ্টোকারেন্সির লোগো হিসাবে সুপরিচিত, যা ২০১৩ সালে একটি রসিকতা হিসাবে তৈরি করা হয়েছিল। বিটকয়েনের মতো অন্যান্য ক্রিপ্টোকারেন্সিকে উপহাস করার জন্য।

গেল বছর ২৬ মার্চ টুইটারের সিইও তার এবং বেনামী এক অ্যাকাউন্টের কথোপকথনে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, টুইটারে ব্লু বার্ড লোগোকে পরিবর্তন করে ডগোজ ইমেজ ব্যবহার করবেন। সেই প্রতিশ্রুতির হিসেবে এইবার টুইটারের লোগো পরিবর্তন হবে।

সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক তার সম্পদের ৪৪ বিলিয়ন মার্কিন ডলার হারানোর পর সোমবার টুইটারের ওয়েব লোগোতে পরিবর্তন আনার ঘোষণার পর, ডগোজকয়েনের মান ২০ শতাংশের বেশি বেড়েছে।