অস্ট্রেলীয় ব্লগার লুক ডামান্তকে হেনস্তাকারী সেই ভি’ক্ষুক আ’টক

রাজধানী ঢাকায় অস্ট্রেলীয় ব্লগার লুক ডা;মান্তকে হে;ন;স্তা করা সেই ভি;ক্ষুককে আ;টক করেছে বাংলাদেশ টু;রিস্ট পুলিশ। নিজেদের অফি;সিয়াল ফেসবুক পেজে আ;টকের বিষয়টি নিশ্চিত করেছে সং;স্থাটি।

টুরিস্ট পুলিশের ফেসবুক পেজে পোস্ট করা খবরটিতে ধন্যবাদ জানান লুক ডা;মান্ত। সোমবার (৩ এপ্রিল) সকাল ৮টা নাগাদ বিষয়টি নিশ্চিত করে পো;স্ট করে টুরিস্ট পুলিশ।

টুরিস্ট পুলিশের ফেস;বুক পেজে ওই ভি;ক্ষুকের একটি ছবি এবং ভিডিও লিংকের স্ক্রি;নশট শেয়ার করে ক্যা;পশনে লেখা হয়, ওই ব্য;ক্তিকে গ্রে;প্তার করা হয়েছে। আমরা সবসময় আমাদের অতিথিদের অর্থাৎ বিদেশি পর্যটকদের আমাদের সুন্দর বাংলাদেশে স্বাগত জানাই।

পোস্টটিতে লুক ডামা;ন্ত তার ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে কমেন্টে বলেন, সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ। আমি সত্যিই আপনাদের দ্রু;ত প্রতিক্রি;য়ার প্রশংসা করছি।

এর আগে লুক ডা;মান্ত তার এক পোস্টে বলেন, এই ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে ১০০০টির মতো বার্তা পেয়েছি। তারা আমার অভিজ্ঞ;তার জন্য দুঃখ প্রকাশ করেছে। বাংলাদেশে এখন পর্যন্ত আমার সময় অবিশ্বাস্য ছিল, কিন্তু প্রতিটি দেশেই সবসময় কিছু খারাপ লোক থাকবে।

এই কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃ;দয়, অতিথিপরায়ণ এবং য;ত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না। আমি বাংলাদেশের সমস্ত অংশ অন্বেষণ চালিয়ে যেতে এবং এখানকার আশ্চর্য;জনক সংস্কৃতিকে গ্রহণ করতে পেরে উত্তেজিত।

লুক ডামান্ত ওই ভিক্ষুককে আঘাত না করার অনুরোধ জানিয়ে লিখেছেন, আপনি যদি লোকটিকে বাংলাদেশে দেখেন, আমার অনুরোধ- দয়া করে তাকে আঘাত করবেন না বা খারা;প কিছু বলবেন না। প্রত্যেকেই জীবনে ভুল করে এবং তার পরিণতির মুখোমুখি হতে হবে।