আইপিএলের ডামাডোল বেজে গেছে। শুক্রবার (৩১ মার্চ) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। আজ মাঠে গড়াবে আরও ২টি ম্যাচ। বিকাল ৪টায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস।
নিজেদের প্রথম ম্যাচের আগে ফেসবুকে ২৬ জন খেলোয়াড়ের একটি তালিকা প্রকাশ করেছে কলকাতা। ২০২২ সালের খেলোয়াড়দের তালিকা হওয়ায় সেখানে নেই সাকিব আল হাসান ও লিটন দাসের নাম। দুজনই এবার কলকাতার হয়ে খেলার জন্য চুক্তি করেছেন। যদিও বিসিবির ছাড়পত্র ইস্যুতে এখনও ভারতে যেতে পারেননি তারা।
নিজেদের প্রথম ম্যাচের আগে ফেসবুকে ২৬ জন খেলোয়াড়ের একটি তালিকা প্রকাশ করেছে কলকাতা। ২০২২ সালের খেলোয়াড়দের তালিকা হওয়ায় সেখানে নেই সাকিব আল হাসান ও লিটন দাসের নাম। দুজনই এবার কলকাতার হয়ে খেলার জন্য চুক্তি করেছেন। যদিও বিসিবির ছাড়পত্র ইস্যুতে এখনও ভারতে যেতে পারেননি তারা।
গত বছরের ২২ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত নিলামে সাকিবকে দেড় কোটি ও লিটনকে ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা। সাকিব ২০১১ সাল থেকে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলে আসলেও এবারই প্রথম সুযোগ পেলেন লিটন। টাইগারদের আরেক তারকা মুস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।