বেরসিক বৃষ্টির পর ব্যাটিংয়ে টাইগাররা, কমল ওভার!

প্রথম দফা বৃষ্টি থামার পর সরিয়ে ফেলা হয়েছিল কাভার। মাঠ পর্যবেক্ষণ করার পর বিকাল ৩.১৫ মিনিটে ১৯ ওভারের ম্যাচ শুরু করার কথা জানিয়েছিলেন আম্পয়াররা। কিন্তু জায়ান্ট স্ক্রিনে খেলা শুরুর ঘোষণা ভেসে ওঠার কিছুক্ষণ পরই আবারও বেরসিক বৃষ্টি নামে চট্টগ্রামে।

তবে আশার খবর, দ্বিতীয়বার বৃষ্টির হানার পর অবশেষে বিকাল ৩টা ৪০ মিনিটে খেলা শুরু হচ্ছে। তাই কার্টেল ওভারে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা হবে ১৭ ওভার। ফলে ম্যাচে পাওয়ার প্লে হবে ৫ ওভার। এছাড়া বোলিংয়ে দুজন সর্বোচ্চ ৪ ওভার বল করতে পারবেন।

আজ বুধবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত সময়েই টস হয়েছে।

যেখানে আগের ম্যাচের মতোই সফরকারী দলের অধিনায়ক পল স্টার্লিং টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে আজ একাদশে কোনো পরিবর্তন করেনি বাংলাদেশ দল। তবে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া আইরিশরা তাদের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। ক্রেইগ ইয়াংয়ের বদলে একাদশে ডাক পেয়েছেন ফিওনেন হ্যান্ড।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ : পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওনেন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।