রো’জা রাখার পর ইফ’তার পার্টির আয়োজন করলেন রাখি!

বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। নিজেকে খবরের শিরোনামে রাখতে সি দ্ধহস্ত তার। এবার ইফ তার করে ফের আলো চনায় এসেছেন বলিউডের এই মিরচি গার্ল।

আদিল দুরানিকে বিয়ে করে ই স লাম ধ র্ম গ্র হণ করেন রাখি। আর সে কারণে এবার রো জা পালন করছেন এই অভিনেত্রী।

শনিবার (২৫ মার্চ) বন্ধুদের নিয়ে ইফ তারের আয়ো জন করেন রাখি। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ওই ভিডিওতে দেখা যায়, সারাদিন রোজা পালন শেষে ইফ তার করেন রাখি। ওই পা র্টিতে ফল সহ আরও নানান খাবার সাজিয়ে বসতে দেখা গেছে এই আই টেম গার্লকে। সেই সঙ্গে রোজা ভাঙার আগে ইফ তারের দোয়াও পাঠ করেন রাখি।

এর আগে ইনস্টাগ্রামে স বাইকে রম জানের শুভেচ্ছা জানি য়ে রাখি বলেছিলেন, এটা তার প্রথম রোজা।

প্রসঙ্গত, ২০২২ আইনি ও ইস লা মের রীতি অনু সারে আদিলের সঙ্গে বিবা হব ন্ধনে আব দ্ধ হন রাখি।

খবর : টাইমস অব ইন্ডিয়া