স্কুল ছুটিতে কয়েকজন শিক্ষার্থী পিকনিক করতে গিয়েছিল ভারতের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। সেই চড়ুইভাতিতে বাড়তি মজার জন্য ম;দের বোতল এনেছিল তারা। সেটা খেয়েই লুটিয়ে পড়ে ৬ষ্ঠ শ্রেণীর পাঁচ শিক্ষার্থী। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে ওই ম;দের বোতলে বি;ষ ছিল, যা পান করে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।
রোববার পাথরপ্রতিমার কামদেবপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাদের রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বোতলের মধ্যে বিষ রাখা ছিল। কিন্তু সেটা তারা জানত না। তারা মদ ভেবে বিষ খেয়ে ফেলেছিল। আর তাতেই তাদের শরীরে বিষক্রিয়া দেখা দেয়। এরপরই একে একে লুটিয়ে পড়ে তারা।
স্থানীয় এক বাসিন্দা জানায়, পাঁচজন বন্ধু মিলে মদ খাওয়ার আয়োজন করেছিল। তারা এক বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করতে গিয়েছিল। গোসলে যাওয়ার আগে তারা মদ খাওয়ার প্ল্যান করেছিল। কিন্তু যে শিশিটা তারা নিয়ে গিয়েছিল, তাতে বিষ ছিল। নাবালকরা তা জানত না। তারা সেটা খেয়ে ফেলে। পাঁচজনের মধ্যে দু’জন অত্যন্ত অসুস্থ। কোনওরকমে তাদের ডায়মন্ডহারবারে নিয়ে যাওয়া হয়েছে।
ষষ্ঠ শ্রেণিতে পড়েই তারা কীভাবে মদের নেশা করার চেষ্টা করছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে!