আবারো আলোচনায় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। স্ক্যা ন্ডা ল বিতর্ক নিয়ে তাকে লি গ্যাল নো টিশ পাঠিয়েছেন কুমি ল্লার আইন জীবী জয়নাল আবেদীন মাযহারী।
স্ক্যান্ডালের বিষয়ে ভু ল স্বী কার করে জন সম্মু খে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্য তে এমন কাজ করবেন না মর্মে লি গ্যাল নোটিশ পাঠিয়েছেন এই আইন জীবী।
৭ দিনের মধ্যে জবাব না দিলে ভাইরাল হওয়া স্ক্যান্ডালের কারণে গণউ ৎপাত, নৈতিক অব ক্ষয় সৃ ষ্টির অভিযোগে মা ম লা দায়ের করারও ঘো ষণা দেন ওই আইন জীবী।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ডাক বিভা গের রেজি স্ট্রি ৫১৪ নম্বর রশি দের মাধ্যমে প্রা প্তি স্বী কারপ ত্রসহ প্র ভার রাজ ধানী গুল শানের বাসার ঠিকানায় লি গ্যাল নো টিশ পাঠানো হয়।
লিগ্যাল নোটিশ পাঠা নো জয় নাল আবে দীন মায হারী কু মিল্লা শহ রের বাসিন্দা। তিনি বাং লাদেশ সু প্রীম কোর্ট এবং কুমিল্লা জ জ কোর্টের আ ইনজী বী।
লিগ্যাল নোটিশ গ্রহী তার কিছু কর্ম কা ণ্ডকে ধ র্ম এবং প্রচলিত আই নের সঙ্গে সাংঘ র্ষিক এবং তরুণ প্রজ ন্মকে গণউৎপাত হেতু বিপ থগামী করবে বলে আশ ঙ্কা প্রকাশ করা হয়েছে।
জ য়নাল আবে দীন বলেন, আমি একজন আইনজীবী হিসেবে সমাজের নৈ তিক অব ক্ষয় সৃ ষ্টির আশ ঙ্কা করছি। তার (প্রভার) এমন বি হবহি র্ভূত শারী রিক স ম্পর্কে প্রলু ব্ধ হয়ে সমাজের না রী-পু রুষ এমন বেআ ইনি কাজে লি প্ত হতে পারে।
তাই অভিনেত্রী প্র ভাকে আ মার এ নো টিশ দেওয়া। তিনি যদি নো টিশ পাওয়ার ৭ দিনের মধ্যে জবাব না দেন এবং জনস ম্মু খে ক্ষ মা প্রার্থনা না করেন, তবে দেশের প্রচ লিত আই নের ধারা অনু যায়ী তার বি রু দ্ধে মা ম লা দায়ের করা হবে।
এ বিষয়ে সাদিয়া জা হান প্রভার মন্ত ব্য জানতে মুঠো ফো নে একা ধিক বার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য ২০১০ সালে রা জিব হাসা নের সঙ্গে বাগ দান হয় সা দিয়া জাহান প্রভার। কিন্তু এ ক পর্যা য়ে অভি নেতা অপূ র্বকে বি য়ে করেন তিনি। বিয়ের পর রাজি বের সঙ্গে প্রভার
ব্যক্তিগত মুহূ র্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামা জিক মাধ্য মে। ২০১০ সা লের ভিডিও কে কে ন্দ্র করে ১৩ বছর পর এই অভি নে ত্রীকে লি গ্যাল নোটিশ পাঠানো হলো।