ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে বসবে পাকিস্তানি অনুষ্ঠিত হয় কথা রয়েছে এশিয়া কাপের আসর। আসরটি পিসিবি পাকিস্তানেই আয়োজন করতে চায়।
তবে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। পিসিবি ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) এমন একটি আলোচনা শুরু করেছে।
সংবাদ মাধ্যম ক্রিকইনফো দাবি করেছে, বিসিসিআই এবং পিসিবি টুর্নামেন্ট নিয়ে কাঁদা ছোড়াছুড়ির পর সমাধানের পথ নিয়ে আলাপ করছে। এশিয়া কাপের
গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তানের ম্যাচ আছে। ভারতের গ্রুপ পর্বের অন্য ম্যাচ, সুপার ফোর ও ফাইনাল মিলিয়ে পাঁচটি ম্যাচের জন্য নিরপেক্ষ ভেন্যু রাখার কথা ভাবছে পাকিস্তান।
নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এমনকি ইংল্যান্ডের নামও আছে। পঞ্চাশ ওভারের এই ১৩ দিনের এশিয়া কাপে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সেক্ষেত্রে ভারত ফাইনালে উঠলে পাঁচটি ম্যাচ পাকিস্তানের বাইরে হবে। ভারত আগেই বাদ গেলে পাকিস্তানে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে।