মঙ্গলবার ইন্টারনেটে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের ২০১০ সালে ফেসবুকের এক কর্মীকে দেয়া একটি ইমেইল ফাঁস হয়েছে। যেখানে মার্ক সেই কর্মচারীকে বলেন ‘দয়া করে পদত্যাগ করুন’।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।






প্রতিবেদনে প্রকাশ, ওই কর্মচারীর বিরুদ্ধে ফেসবুকের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে ভুল তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছিল। কর্মচারীটি বলেছিল, ফেসবুক গোপনে ফোন তৈরি করছে। মার্ক জাকারবার্গ বলেছেন, ফাঁস হওয়া তথ্য একটি ‘বিশ্বাসঘাতকতার কাজ। একেবারেই ভুল বলেছে।
ইমেইলে বলা হয়েছে, যে এটি ফাঁস করেছে আমি তাকে অবিলম্বে পদত্যাগ করতে বলছি। আপনি যদি বিশ্বাস করেন অভ্যন্তরীণ তথ্য ফাঁস করা ঠিক তাহলে আপনার চলে যাওয়া উচিত। আপনি যদি পদত্যাগ না করেন তবে আমরা খুঁজে বের করব আপনি কে। আপনাদের মধ্যে অনেকেই ‘টেকক্রাঞ্চে‘র লেখাটি পরেছেন যেখানে তারা দাবি করেছে যা আমরা মোবাইল ফোন তৈরি করছি। কিন্তু আসলে আমরা কোন ফোন তৈরি করছি না।






ইমেইলের শুরুতে লেখা ছিল, বার্তাটি গোপনীয় এবং শেয়ার করবেন না।
এই মেইল ফাঁস হবার ঘটনাটি এমন সময় সামনে এলো যখন এই মাসের শুরুর দিকে কর্মচারীদের কাছে করা একটি ইমেইলে